গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের দিক বিবেচনায় ভারতের অবস্থান তৃতীয়

আন্তর্জাতিক টুডেঃ

করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ সংখ্যার দিক দিয়ে রাশিয়াকে ছাড়িয়ে শীর্ষ তিন নম্বরে ভারত।

গত রোববার সন্ধ্যায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ৬ লাখ ৯০ হাজারেরও বেশি। এর ফলে আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে চলে এলো ভারত।

করোনা আপডেট প্রতিষ্ঠান জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, ভারতের থেকে এগিয়ে আছে শুধু ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ১৫ লাখ। আর যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ২৮ লাখ।

উল্লেখ্য করোনা রুখতে ২৩ মার্চ কঠোর লকডাউন জারি হয়েছিল ভারতে। বেশ কয়েক দফা লকডাউন বাড়ানোর পর আর্থিক পরিস্থিতি বিবেচনা করে করে কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে নিয়মকানুন শিথিল করা হয়। যদিও এখনও স্কুল-কলেজ-সিনেমাহল বন্ধই রাখা হয়েছে। বন্ধ যাত্রীবাহী ট্রেনও।

Scroll to Top