গায়িকাকে প্রকাশ্য ধর্ষণের হুমকি

বিনোদন টুডে

তরুণ কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুলকে ফেসবুকে ধর্ষণ করার হুমকি দিয়েছেন এক তরুন। ওই তরুণের মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পুতুল আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

কিন্তু আইনি পদক্ষেপ নেওয়ার আগেই ওই তরুণ ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা প্রদান করেন। ফলে ক্ষমা চাওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকেন পুতুল।
পুতুল ফেসবুকে লিখেন, ‘ধর্ষণের ইচ্ছা পোষণ করা ছেলেটি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তার মন্তব্যের জন্য। তার ভাষ্যমতে তার আইডি থেকে অন্য কেউ মন্তব্যটি করেছেন।
পরে দেখা ‘ক্ষমা চাওয়া’র ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। এজন্য এবার মামলার বিষয়টি পুনর্বিবেচনা করবে সাজিয়া সুলতানা পুতুল।