গায়ের মেয়ে

গায়ের মেয়ে
তানজিনা ইসলাম



গায়ে ছিলো ভালোই ছিলো
গায়ের মেয়ে সখিনা,
শহর গিয়ে পাল্টে গেলো
লাগায় হাওয়া দখিনা।

অসৎ লোকের পাল্লায় পড়ে
করে নানান অপরাধ,
মাদক দ্রব্য সেবন করে
নষ্ট করে জীবন স্বাদ।

উস্কানি তে ফাঁসে তারা
বড় কর্তার আদেশে,
প্রচার করে মদ ইয়াবা
জাতি ধ্বংস স্বদেশে।

আরো কতো লোভে তাদের
রাখে নিত্য ডুবিয়ে,
সখিনারা এপার ওপার
চালে গুটি চুবিয়ে।

হঠাৎ একদিন পড়লো ধরা
পুলিশ কড়া দু’হাতে
খবর পেয়ে লুকায় দাদা
ছুটে দেখো গুহাতে।

Scroll to Top