গোদাগাড়ীর বিপদগ্রস্তদের পাশে স্টুডেন্ট স্কয়ার

গোদাগাড়ীর বিপদগ্রস্তদের পাশে স্টুডেন্ট স্কয়ার

রাবি প্রতিনিধিঃ করোনা মহামারী বর্তমানে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করছে। এর ফলে শ্রমজীবী মানুষের উপার্জনের পথ বন্ধ হয়েছে। করোনার ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সংকটে পতিত হয়েছে।

এসব সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার থেকে শুরু করে বিভিন্ন বেসরকারী সংস্থা ও সামাজিক সংগঠন কার্যক্রম পরিচালনা করছে।

এ ধারাবাহিকতায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় বিভিন্ন গ্রামের করোনায় বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্টুডেন্ট স্কয়ার। সংগঠনের সদস্য, সমাজের চাকরিজীবী ও বিত্তশালীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে অসহায়দের সহায়তা প্রদান করছে এ সামাজিক সংগঠনটি।

ইতোমধ্যে তাঁরা তিনধাপে মোট ২৬০ পরিবারকে সহায়তা প্রদান করছে। গত মাসের প্রথমদিকে ৪৫ পরিবার, মাঝেরদিকে ১২৬ পরিবার ও শেষের দিকে ৮৯ পরিবারকে ত্রান দিয়েছে সংগঠনটি। ত্রাণের প্যাকেজের মধ্যে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, হাফ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ এবং সাবান ও মিষ্টি কুমড়া ইত্যাদি ছিল।

তাদের কার্যক্রম এখনো চলমান। অনুদান সংগ্রহ করে ঈদের দুয়েকদিন আগে আরও এক ধাপে ২০০ জনকে ত্রাণ দেওয়ার কথা সংগঠনের সূত্রে জানা যায়।

স্টুডেন্ট স্কয়ারের প্রধান উদ্যােক্তা মেরিন ইঞ্জিনিয়ার শাহরিয়ার জামান সরকার। এ সংগঠনের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘সমাজের সমালোচনা না করে এর সমস্যা ও সীমাবদ্ধতাগুলোকে উত্তরণের জন্য সমাজের মানুষকেই কাজ করতে হবে। আমরা এ উদ্দেশ্যে শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের কল্যাণে কাজ করছি ; যাতে একটি শিক্ষিত মেধাবী গোষ্ঠী সময় দিয়ে সমাজ পরিবর্তনে অগ্রগণ্য ভূমিকা রাখবে। এ ধারাবাহিকতায় আমরা করোনায় দুঃস্থদের নিয়ে কাজ করছি।’

করোনায় বিপদগ্রস্তদের সহায়তার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মরিয়ম সরকার। শিক্ষা উন্নয়ন সংক্রান্ত কাজের পাশাপাশি সামাজিক কার্যক্রম হিসেবে করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তৃতীয় দফার পর চতুর্থ দফার ত্রাণ বিতরণ নিয়ে

তিনি জানান, ‘এবার আমাদের উদ্দেশ্য চতুর্থ দফায় আমাদের এই খাদ্য সহযোগীতা পৌঁছে দেবার। এবার আমরা পবিত্র রমজান ও ঈদুল ফিতর কে সামনে রেখে এই কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছি।’

করোনায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণে স্বেচ্ছাসেবী এবং সংগঠনের অন্যতম সদস্য কুষ্টিয়া মেডিকেলের শিক্ষার্থী মোঃ সাখাওয়াতুল ইসলাম বলেন, ‘করোনায় বিপর্যস্ত এমন ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করতে পেরে আমি আনন্দিত এবং নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।’

প্রসঙ্গত, স্টুডেন্ট স্কয়ার গত কয়েকবছর শিক্ষার্থীদের শিক্ষা উন্নয়ন নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। যার ধারাবাহিকতায় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সংগঠনের প্রায় ত্রিশ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজ , ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *