গোপালগঞ্জে নতুন করোনা রোগী শনাক্ত, ছয় বাড়ি লকডাউন

সারাদেশ টুডে


করোনা সংক্রমণ নিয়ে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসা একটি বেসরকারি ওষুধ কোম্পানির ম্যানেজমেন্ট বিভাগের এক কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সড়াইডাঙ্গা গ্রামে।

এই নিয়ে গোপালগঞ্জে তিনজন করোনা রোগী শনাক্ত হল। আক্রান্ত ওই যুবকের বাড়িসহ আশপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. জসীম উদ্দীন জানান, আক্রান্ত ওই ব্যক্তি গত ৯ এপ্রিল কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে পালিয়ে টুঙ্গিপাড়া উপজেলায় গ্রামের বাড়িতে আসেন। তার সর্দি, জ্বর, গলাব্যথাসহ কাশি ছিলো।

প্রতিবেশীরা বিষয়টি আমাদের খবর দিয়ার পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। শনিবার বিকেলে রিপোর্ট হাতে পাওয়ার পর তার শরীরে করোনাভাইরাস পজেটিভ বলে নিশ্চিত হওয়া গেছে। তার সংস্পর্শে আশা স্বজন ও পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

আক্রান্ত ব্যক্তির বাড়ি ও আশপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।


তথ্যসূত্রঃ সমকাল অনলাইন

Scroll to Top