গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে ৫ শ্রমিক নিহত
সারাদেশ টুডে
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস-নসিমনের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন আরও সাত জন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, কাশিয়ানী উপজেলার পারুলিয়া এলাকার সিরাজুল মোল্লা (৪০), মিজান (৪৩), বদির (৩০), ও সুমন (২৮)। বাকি একজনের নাম জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে লিংক রোড থেকে হাইওয়েতে ওঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মিজান নামে এক শ্রমিক নিহত হন এবং ১১ জন শ্রমিক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে বদি ও সুমন মারা যান। গুরুতর আহত ৯ জনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান।