ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

ক্যাম্পাস টুডে ডেস্ক:  চার তলার ছাদ থেকে নিচে পড়ে রাহাত শিকদার (১০) নামের এক মাদরাসা ছাত্র মারা গেছে।পারিবারিক সূত্রে জানা গেছে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে এমন মৃত্যু হয়েছে।

গত শুক্রবার(১৫ মে) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুন্দরদী নূরানী ও দারুল কুরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন রাহাত।

পারিবারিক সূত্রে জানা যায় , রাহাত ও তার ভাতিজা রিফাত শিকদার বুধবার সকালে ঘুড়ি উড়াতে যায়। অসাবধানতাবশত রাহাত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন শুক্রবার রাহাত মারা যায়।

Scroll to Top