ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব শুরু সাতক্ষীরায়

সারাদেশ টুডেঃ  ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি উপজেলা সহ পুরো জেলায় ভারি বৃষ্টি সহ সুপার সাইক্লোন ঝড় শুরু হয়েছে।

সুপার সাইক্লোন ঝড়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে শ্যামনগর ও আশাশুনি উপজেলার দীপবর্তী অঞ্চল সমূহ। ইতিমধ্যে জেলার, আশাশুনি উপজেলার, প্রতাপনগর ইউনিয়নের, সুভদ্রকাটি গ্রামের বেঁড়ি বাঁধের অবস্থা খুবই খারাপ।

যদি এই মুহূর্তে নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়, তাহলে এই গ্রামের লোক জনের কোথাও গিয়ে আশ্রায় নেওয়া জায়গা নাই।

কারণ, এই গ্রামে কোনো সাইক্লোন সেন্টার বা আশ্রায় কেন্দ্র নাই।এমন আশঙ্কা করছে স্থানীয় মানুষ জন। বাঁধ রক্ষায় গ্রামের লোকেরা ঝুঁকি নিয়ে এখন কপোতাক্ষের পাড়ে।

অন্যদিকে আম্পানের প্রভাবে শ্যামনগরের দীপবর্তিকা অঞ্চল বিশেষ করে নীলডুমুর এলাকায়, দেখা দিয়েছে জলোচ্ছ্বাস।

তবে স্থানীয় প্রশাসনের সহায়তায় সকলকে সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য বিধি মেনে বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসক।

Scroll to Top