ঘূর্ণিঝড় নিসর্গ আসছে না বাংলাদেশ উপকূলে

জাতীয় টুডেঃ আম্পানের পর ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ ধেয়ে আসছে  বাংলাদেশে এমন সরবে ছিল উপকূল অঞ্চলের বাসিন্দারা। তবে আশার কথা হলো ঘূর্ণিঝড় নিসর্গ উপকূলে আসার শঙ্কা কমে গেছে। এটি আরব সাগরের দিকে গিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। যার সম্ভাব্য লক্ষবস্তু করাচি ও গুজরাট উপকূল।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন (৩০ মে) তথ্য প্রাকৃতিক দুর্যোগ গবেষক ড. বিশ্বজিৎ নাথ এ তথ্য জানিয়েছেন।

তবে এর আগে তিনি জানান, জুনের প্রথম সপ্তাহে এই সাইক্লোনটি আঘাত আনার আশঙ্কা রয়েছে। ২৩ মে ফেসবুক একটি স্ট্যাটাসে দিয়ে এই তথ্য শেয়ার করেছিলেন।

এছাড়া, ঘূর্ণিঝড় নিসর্গ বাংলাদেশে আঘাত হানতে পারে এমন আশঙ্কার কথাও জানিয়েছিল বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।

এদিকে, কিন্তু ঘূর্ণিঝড়গুলোর নামকরণ হয় কিভাবে ? আর আম্ফানের পরবর্তী ঝড়গুলির নাম কী? আঞ্চলিকভাবে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। ওয়ার্ল্ড মেটিরিওলজিকাল অর্গানাইজেশন অথবা প্রশান্ত মহাসাগর বা ডব্লিউএমও ইস্কাপের তালিকাভুক্ত দেশগুলি বিভিন্ন ঝড়ের নাম প্রস্তাব করে। এই তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের নাম। এই অঞ্চলে উদ্ভুত ঘূর্ণিঝড়ের নামকরণ করে দেশগুলিই।

Scroll to Top