চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকে বহিরাগতের মারধর

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয় লোকজন কর্তৃক চবি ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগে প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করেছে চবি ছাত্রলীগের একাংশ। পরে প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করা হয়।

মারধরের শিকার চবি সাংবাদিকতা বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদেক হোসেন টিপু। তিনি শাখা ছাত্রলীগের বগিভিত্তিক ‘ভিএক্স’ এর নেতা।

বৃহস্পতিবার ( ২৫ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের রেলগেইট সংলগ্ন এলাকায় সাদেক হোসেন টিপুর উপর হামলা করে স্থানীয় যুবলীগ নেতা হানিফের ভাই রেজা।

চবি ছাত্রলীগ নেতাকে মারধর, প্রধান ফটকে তালা

এ বিষয়ে ভিএক্স গ্রুপের নেতা প্রদিপ চক্রবর্তী দুর্জয় জানায়, “বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থানীয় ও শিক্ষার্থীদের মাঝে অস্থিতিশীলতা তৈরি করার উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই হামলা চালানো হয়েছে।স্থানীয় নেতা হানিফ বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে গাছ কাটার সাথে জড়িত ছিল।পূর্বেও তারা ইভটিজিং এর প্রতিবাদ করায় আমাদের আরেক কর্মীকে হামলা করে। এই জেরে এবং ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করতে আজকে আবার হামলা করলো।’’

বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক মামলা ও গ্রেফতারের আশ্বাসে রাত ১০.৩০ টার দিকে প্রধান ফটক খুলে দেয় অবরোধকারীরা।

এবিষয়ে চবি সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া বলেন, “প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছে।’’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment