চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক বেনু কুমার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক বেনু কুমার

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপ-উপচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক বেনু কুমার দে।

বুধবার (৫মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো উপ সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে, রাষ্ট্রপতির আদেশক্রমে আগামী ৪ বছরের জন্য তাকে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।এসময় তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড সংখ্যক আবেদন!

এ বিষয়ে চবি রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড.এস এম মনিরুল হাসান বলেন, “আজ বিকেলে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মধ্যমে অধ্যাপক বেনু কুমার দে’কে উপ উপাচার্যের হিসেবে নিযুক্ত করা হয়েছে।আগামীকাল সকালে তিনি দায়িত্বে গ্রহণ করবেন।”

অধ্যাপক বেনু কুমার দে চবি রসায়ন বিভাগের জ্যৈষ্ঠ শিক্ষক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *