চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত শনিবার
নুর নওশাদ, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আগামী শনিবার (২৪ অক্টোবর)। শনিবার ডিনস কমিটির সভায় কোন প্রক্রিয়ায় পরীক্ষা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির সভায় নিজস্ব নিয়মে পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।এক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় অনলাইনে না গিয়ে নিজ নিজ বিভাগে পরীক্ষা নিয়ে নেওয়া হবে।
ডিনস কমিটিতে ঢাবির সিদ্ধান্ত সমূহ-
১. অনলাইনে পরীক্ষা হবে না।
২. পরিস্থিতি বিবেচনায় নিজ নিজ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হবে।
৩. এইএসসি রেজাল্ট কাউন্ট হবে।
৪. এইচএসসি রেজাল্ট প্রকাশিত হলে ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা।
৫. ঢাবির মান বজায় রাখতে সমন্বিত নয় আলাদা ভাবেই পরীক্ষা হবে
৬. এবছর ১০০ নম্বরের পরীক্ষা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ওপর ২০ শতাংশ নম্বর থাকবে। বাকি ৮০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৩০ নম্বর এমসিকিউ ও ৫০ নম্বরের পরীক্ষা লিখিত।
সিদ্ধান্তগুলো একাডেমিক কাউন্সিলে পুনর্বিবেচনার জন্য প্রেরিত হবে।