ঐতিহ্য ও গৌরবের ইসলামী বিশ্ববিদ্যালয়

চতুর্থ দফা সময় বৃদ্ধি হলেও করোনা টিকা নিতে অনাগ্রহী ইবি শিক্ষার্থীরা

 

ইবি প্রতিনিধি

করোনাভাইরাসের টিকা নিতে আবেদন করেনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫৭ শতাংশ শিক্ষার্থী। বুধবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় আইসিটি সেল সূত্রে, বিশ্ববিদ্যালয়ে মোট ১৫ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে করোনা টিকা নিতে আবেদন করেছেন ৬ হাজার ৬০৭ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৪৩ শতাংশ। এছাড়া শিক্ষক ১২৭ জন, কর্মকর্তা ও কর্মচারী ৫২ জনসহ মোট আবেদন করেছে ৬ হাজার ৭৮৬ জন।

উল্লেখ্য, গত ২ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করতে তালিকা চেয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে গত ১৪ই মার্চ আবাসিক ও অনাবাসিক সকলের তালিকা চেয়ে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবেদন কম হওয়ায় তৃতীয় বার ২৫ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। পরে সর্বশেষ চতুর্থ বারের মতো ৩০ মে পর্যন্ত আবেদনের মেয়াদ বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *