চবিতে প্রথম দিনে ৮১ জনের মধ্যে ৭৮ জনের করোনা পজিটিভ

ক্যাম্পাস টুডে: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জিনোম সেন্টারে প্রথম দিনেই ৮১টি নমুনা পরীক্ষায় ৭৮ জনের ফলই পজেটিভ আসে।

গত শুক্রবার (৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন করোনাভাইরাস ডিটেকশন কমিটির সদস্য সচিব অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, শুক্রবার থেকে জীববিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগার ল্যাবে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়। এতে শুধু হাটহাজারীর ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮ জনের ফলে করোনা পজেটিভ পাওয়া যায়।

ল্যাব উদ্বোধনের পর দেরিতে শনাক্ত কার্যক্রম শুরু হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক হাজার কিট ‘ত্রুটিপূর্ণ’ থাকায় বৃহস্পতিবার (৪ জুন) আমরা তা ফেরত পাঠায় এবং একইদিন নতুন ৫০০ কিট স্বাস্থ্য অধিদপ্তর আমাদের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য গত ২৭ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগারে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য নমুনা পরীক্ষা করার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত সোমবার (১ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপ মনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *