চবিতে বিইপিএস’র নতুন কমিটি, সভাপতি রিপন সম্পাদক প্রকৃতি সাহা

ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মো. রিপন সরকারকে সভাপতি ও একই সেশনের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী প্রকৃতি সাহাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ এনভায়রনমেন্ট প্রোটেকশন সোসাইটি (বিইপিএস) এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার  সংগঠনের এক জরুরি সভায় এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি হিসেবে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সারোয়ার আলম দীপ, সহ- সাধারণ সম্পাদক বাংলাদেশ স্টাডিজ বিভাগের কলি দাস, সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিরিন সুলতানা জান্নাত, প্রচার সম্পাদক নাট্যকলা বিভাগের সোয়াদ রহমান, দপ্তর সম্পাদক ইসলাম শিক্ষা বিভাগের আসহানুর রহমান রাফি, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রত্যয় বাঁধন, দপ্তর সম্পাদক সংস্কৃত বিভাগের দ্রুব রায় অনিক, পাঠচক্র বিষয়ক সম্পাদক পুলিশ সায়েন্স ও ক্রিমিনোলজি বিভাগের অর্পিতা ইসলাম, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আল-আমিন কামাল, বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সম্পাদক সমাজতত্ত্ব বিভাগের মাজহারুল ইসলাম সুজন, মনোনীত হয়েছেন।

এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রাণী-প্রকৃতি সুরক্ষায় কাজ করতে ইচ্ছুক এমন শিক্ষার্থীরা কমিটির সদস্য হতে পারবেন।

Scroll to Top