চবি : আলাওল হল বিতর্ক সংসদের নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ

চবি প্রতিনিধি

চবির একমাত্র হল ভিত্তিক বিতর্ক সংগঠন ‘মহাকবি আলাওল হল বিতর্ক সংসদ’ এর নবনির্বাচিত কমিটি অনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছে।
গত বুধবার(২ডিসেম্বর) ক্লাবটির এক সাধারণ সভায় কমিটির সদস্যরা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হোসাইন আহমেদ,সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আল জুবায়ের নিলয়।ডিবেট কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের টিপু মারমা।

নতুন কোচ টিপু মারমা বলেন, “বিতর্কের ব্যাকরণ অনুসরণ করেই আমরা বিতর্ক শিখবো। হলের আবাসিক ও অনাবাসিক ছাত্রদের জ্ঞান চর্চা অব্যহত রাখাটা মূল চ্যালেঞ্জ। আমরা কিছু অত্যাবশ্যকীয় পাঠ্য নির্ধারণ করছি।”

ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ বলেন, ” আমরা চেষ্টা করবো বিতর্কের শৈল্পিকতার চর্চা বিরাজমান রাখতে। যেহেতু একমাত্র হল ভিত্তিক বিতর্ক সংগঠন আমরাই তাই আমাদের কার্যক্রমের উপর নির্ভর করবে ভবিষ্যতের হল ভিত্তিক বিতর্ক ক্লাবগুলোর ভবিষ্যত। আশা করি ভালো কিছু হবে।”

ক্লাবটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের নিলয় সাধারণ সভা নিয়ে বলেন, “যেহেতু বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল ভিত্তিক বিতর্ক সংগঠন আমরা তাই আমাদের দায়িত্বের পরিধি বেশি। আনুষ্ঠানিক ভবে আমাদের কমিটি এ সভায় দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া সাধারণ সভায় আমাদের আশু কার্যপরিধি নিয়ে আলোচনা করা হয়।”

প্রসঙ্গত ,গত ২৬ নভেম্বর ক্লাবটির প্রথম ও ২০২১-২২ সেশনের কার্যনিবার্হী পরিষদ ঘোষণা করা হয়। সেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হন হোসাইন আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের (নিলয়)।

একই সাথে ডিবেট কোচ হিসেবে ঘোষণা দেয়া হয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের টিপু মারমাকে।এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার,সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক কাজীম নূর সোহাদ সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment