চবি: বিজয় দিবসের ব্যানারে শহীদ মিনারের ছবি, সমালোচনার ঝড়
চবি প্রতিনিধিঃ বিজয় দিবসের ব্যানারে শহীদ মিনারের ছবি দিয়ে বিতর্কের সৃষ্টি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা ধরণের প্রতিক্রিয়া।অনেকে এটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বজ্ঞানের উদাসীনতা বলেছেন।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার ব্যানারে দেখা যায় শহীদ মিনারের ছবি।সংশ্লিষ্টরা বলছে এটি অনিচ্ছাকৃত ভুল।
শিক্ষক শিক্ষার্থীরা বলছেন,শহীদ মিনারের ছবি বিজয় দিবসের ব্যানারে শোভা পাওয়া কোন ভাবে সমীচীন নয়।তদারকির অভাবে এইরকম বিতর্কের সৃষ্টি হচ্ছে যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুল্লাহ মোহাম্মদ কাইসার বলেন, “এই কাজের মাধ্যমেই প্রমাণ হয় বর্তমান প্রশাসন তাদের দায়িত্ব পালনে কতটা অযোগ্য।’’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী এস.এ সুমন বলেন,” স্বল্প শিক্ষিত( বেশিরভাগ) এমপ্লয়িজ দিয়ে প্রশাসন চালালে এমনটি হওয়া স্বাভাবিক। রেজিস্টার বিল্ডিং সহ বেশিরভাগ প্রশাসনিক জায়গায় এমপ্লয়িজরা প্রমিত বাংলায় কথাও বলতে জানে না।’’
এবিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আতিকুর রহমান বলেন,”এটির দায়িত্বে ছিলেন উপাচার্য দফতরের ডেপুটি রেজিস্ট্রার। বিষয়টি আমাদের জন্যও খারাপ লাগা।প্রশাসন বসে সিদ্ধান্ত নিবে কেন এমন ভুল হলো।’’