চলতি অর্থ বছরে শিক্ষাখাতে বরাদ্দ ৬৬ হাজার ৪০০ কোটি টাকা

ক্যাম্পাস টুডে ডেস্ক:  ২০২০-২১ চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৬ হাজার ৪০০ কোটি টাকা। গত বছরের তুলনায় শিক্ষায় বরাদ্দ বেড়েছে ৮ দশমিক ৬৪ শতাংশ।

আজ (১১ জুন) সংসদে বাজেট ঘোষণায় এ কথা জানান অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।

শিক্ষা খাতে এবছরের বাজেট গত বছরের তুলনায়  ৫ হাজার ২৪২ কোটি টাকা বেশি। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৬১ হাজার ১১৮ কোটি টাকা।

এর আগে বিকাল তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল বাজেট বক্তব্য পেশ করেন।

Scroll to Top