জাতীয় টুডেঃ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার সময় জেলেদের কাছ থেকে প্রায় ২০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা।
বুধবার (১৬ অক্টোবর) সকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদরের ইলিশা ও ভেদুরিয়ার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় ১৫ জেলেকে আটক করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, “৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর” পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুম তাই ইলিশ শিকার, বিক্রি, মজুদ, পরিবহন ও বাজারজাত করার ওপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন
আটককৃতদের প্রত্যক জেলেকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন ।
দ্য ক্যাম্পাস টুডে।