চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস

ক্যাম্পাস টুডে ডেস্ক


চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস হয়েছে জাতীয় সংসদে। এবং বিলটি সংসদীয়  স্থায়ী  কমিটিতে প্রেরণের জন্য বলা হয়েছে।      বিলটি উত্থাপন করেন ড. দিপু মনি। এবং বিলটি পাস হয় ডেপুটি স্পিকার  ফজলে রাব্বি মিয়া কর্তৃক।

 

আজ বুধবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ জাতীয় সংসদে উত্থাপন করেন।

জানা গেছে, এরপর বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

 

 

Scroll to Top