চাঁপাইনবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের মাঝে খাদ্যশস্য বিতরণ

আবু সাঈদ আল জিহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জরুরি খাদ্যশস্য বিতরণ অব্যহত রয়েছে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জে পুরাতন স্টেডিয়ামে মসজিদ ভিত্তিক প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ১০০ জন ক্ষতিগ্রস্ত শিক্ষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে চাল তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব, রওনক মাহমুদ। চাল বিতরণ এর আগে তিনি শিক্ষকদের সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

এতে আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি জনাব, ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক জনাব, এ জেড এম নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব, দেবেন্দ্র নাথ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃআলমগীর হোসেন, ইসলামি ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক জনাব, আবুল কালাম, ওসি জিয়াউর রহমান পিপিএম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগমসহ অন্যরা।

জানা গেছে, সরকারের উদ্যোগে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর ইউএনও জনাব, নোঃ আলমগীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *