চাইনিজ মোবাইল বিক্রি বন্ধ করলো আহমেদাবাদ

আন্তর্জাতিক টুডেঃ  

লাদাখ সীমান্তে ২০ জন সৈন্য শহীদ ও এক কর্ণেল শহীদ হওয়ার পর থেকে ভারতে চীন বিরোধী আন্দোলন তুঙ্গে।
গোটা ভারত বর্তমানে চীনের তৈরি জিনিসপত্র বর্জন করা শুরু করেছেন।

ইতিমধ্যেই ভারতে বহু মানুষ চীনের স্মার্টফোন কেনা বন্ধ করেছেন, পাশাপাশি তারা বহু চীনের স্মার্টফোন নষ্ট করে ফেলেছেন। এই সমস্যার কারণে চীনের প্রচলিত স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi বিভিন্ন শহরে তাদের ব্যানারের উপরে ‘ মেড ইন ইন্ডিয়া ‘ লোগো বসানো আরম্ভ করেছে।

শুধুমাত্র স্মার্টফোন নয়, যেসব দোকানে চীনের স্মার্টফোন বিক্রি করা হয় তাদের উপরেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। উত্তর ভারতের বেশ কিছু শহরের দোকানদাররা দোকান ভেঙে দেওয়ার হুমকি পেয়েছেন। এই কারণে বেশ কিছু দোকানদার বর্তমানে চীনের স্মার্টফোন বিক্রি করা বন্ধ করে দিচ্ছেন।

এরকমই একটি ঘটনা ঘটলো গুজরাটের আহমেদাবাদে শহরে। এই শহরের বেশ কয়েকজন দোকানদার চীনের স্মার্টফোন বিক্রি করা সম্পূর্ণরূপে বন্ধ করে দিচ্ছেন। শুধু স্মার্টফোন নয় চীনের বিভিন্ন গ্যাজেট এবং আরো অন্যান্য জিনিস তারা তাদের দোকান থেকে তুলে দিচ্ছেন।

তবে বিশেষজ্ঞদের মতে, ভারতীয় কোম্পানিগুলো যাতে তারা ভালো কোয়ালিটির স্মার্টফোন এবং অন্যান্য গ্যাজেট তৈরি করে। এরকম জিনিসপত্র তৈরি করা গেলে, চীনের স্মার্টফোনসহ সমস্ত ডিভাইসের বিকল্প পাওয়া যাবে।

 

Scroll to Top