পরীক্ষা ছাড়াই নতুন সেমিস্টার শুরু

চাকরিচ্যুত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষক

ক্যাম্পাস টুডে ডেস্ক


ভিন্ন ভিন্ন কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসির।

গতকাল(বুধবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌন হয়রানি সংক্রান্ত কারণে সাইফুল ইসলাম এবং অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় রাদিয়া তাইসিরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে পত্রিকায় নিবন্ধ প্রকাশ করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার খবর জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *