চীনে ৯ দিনে ৬৫ লাখ করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা

ক্যাম্পাস টুডে ডেস্কঃ করোনা তাণ্ডবে স্থবির সারাবিশ্ব। চীনের উহান শহরে ৯ দিনে ৬৫ লাখেরও বেশি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

করোনা প্রাদুর্ভাবের আশঙ্কায় বিশ্বে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের উৎসস্থলে ব্যাপকভাবে এই পরীক্ষার উদ্যোগ নিয়েছে বেইজিং।

এ বিষয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ১৫ থেকে ২৩শে মে পর্যন্ত উহানে ৯০ লাখেরও বেশি মানুষের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৬৫ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। শহরজুড়ে ফের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে উহানের এক কোটি ১০ লাখ বাসিন্দার সবার নমুনা ১০ দিনের মধ্যে পরীক্ষার পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় প্রায় তিন মাস কঠোর লকডাউনে ছিল উহান। এই ভাইরাস নিয়ন্ত্রণে আসার পর ৮ই এপ্রিল লকডাউন তুলে নেয়া হয়। চলতি মাসের ৯ ও ১০ তারিখে একটি আবাসিক কমপ্লেক্সে নতুন করে ছয় ব্যক্তির করোন ভাইরাস ধরা পড়লে কর্তৃপক্ষ শহরের সব মানুষের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *