ছেলে সন্তানের প্রতি দূর্বলতা ; এক বছরে ১৪ কোটি মেয়ে শিশু হত্যা

আন্তর্জাতিক টুডেঃ

কণ্যাভ্রূণ হত্যা ও জন্মের পর শিশু কন্যা হত্যার ধারা ২০১৯ সালে কেড়ে নিয়েছে ১৪ কোটিরও বেশি কন্যা শিশুর প্রাণ এমন এক তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। হত্যার পেছনের এর কারণ হিসাবে উঠে আসছে ছেলে সন্তানের প্রতি দুর্বলতার কথা৷

এ বছর জনসংখ্যা বিষয়ে এক প্রতিবেদনে জাতিসংঘের ‘অসমাপ্ত দায়িত্ব’ শিরোনামে বলা হচ্ছে , অনেক বাবা-মা পুত্র সন্তান চান বলে ২০১৯ সালে ১৪ কোটিরও বেশি কন্যা শিশুকে হত্যা করা হয়েছে৷ কেউ কেউ জন্মের পরই মারা গেছে, অন্যদিকে কেউ কেউ আবার শিকার হয়েছেন ভ্রূণ হত্যার চলমান প্রবণতার৷ এর কারণ হিসাবে উঠে আসছে ছেলে সন্তানের প্রতি দুর্বলতার কথা৷

শুধু শিশুকন্যা মৃত্যুই নয়, প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রতি ৫টি বিবাহের ১টিতে পাত্রী থাকে অপ্রাপ্তবয়েস্ক৷ কন্যা সন্তানের প্রতি প্রবল অনীহা সমাজের গভীরে প্রোথিত হয়ে আছে, জানাচ্ছে এই প্রতিবেদন৷

জাতিসংঘের বলছে, ‘‘কন্যা সন্তানের তুলনায় ছেলে সন্তানের চাহিদা এতটাই তুঙ্গে যে, তা পূরণ করতে মা-বাবারা কোনোকিছু থেকেই পিছপা হন না৷ কন্যা সন্তান জন্ম না দিতে চাওয়ার পাশাপাশি ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তানকে চরম অবহেলার দিকে ঠেলে দেওয়াও এক্ষেত্রে অস্বাভাবিক নয়৷”

এই ধরনের মানসিকতাকে জাতিসংঘ দেখছে সমাজের অন্তর্নিহিত ‘পিতৃতান্ত্রিক লিঙ্গবৈষম্যের বহিঃপ্রকাশ’ হিসাবে৷ছেলে সন্তানের প্রতি এই চরম পক্ষপাত দেশে দেশে সামাজিক গঠনে অসাম্য, অনৈতিকতা সৃষ্টি করছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *