জবিতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদল বিজয়ী

জবিতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদল বিজয়ী

ফারহান আহমেদ রাফি, জবি প্রতিনিধিঃ চলছে কোপা আমেরিকা, ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা আর তার উত্তাপ ছড়িয়ে পরেছে জবিতেও।

শনিবার (১০ জুলাই) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থগোষ্ঠী ও ব্রাজিল সমর্থগোষ্ঠী দের মধ্যে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল ম্যাচের উক্ত ম্যাচে আর্জেন্টিনা সমর্থগোষ্ঠীর দল ১-০ গোলে জয়ী হয়েছে।

উক্ত ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দলের ক্যাপ্টেন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী সাঈদুল ইসলাম সাঈদ এবং ব্রাজিল সমর্থক দলের ক্যাপ্টেন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম ইহসান।

খেলায় একমাত্র গোলটি করেন আর্জেন্টিনা সমর্থক দলের এবং বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী জয়নাল আবেদীন এবং ম্যান অব দ্যা ম্যাচ হন আর্জেন্টিনা সমর্থক দলের গোলকিপার নাজমুল হাসান মুন্না।

এ বিষয়ে আর্জেন্টিনা সমর্থক দলের ক্যাপ্টেন সাজ্জাদ হোসেন ইহসান বলেন, দেহ-মন ভালো রাখার উত্তম খোরাক হলো খেলাধুলা। মাদক এবং বিভিন্ন কুকর্ম থেকে দূরে থেকে সৌহার্দপূর্ণ আচরণ এবং ভ্রাতৃত্ববোধের অনুশীলনের দৃঢ় প্রত্যয়ে আমাদের এ আয়োজন। দুদলেই ভালো খেলেছি তবে আর্জেন্টিনার জয়ে আমি অনেক আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *