জবিতে হাল্ট প্রাইজ ক্যাম্পেইনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক


হাল্ট প্রাইজ ফাউন্ডেশন এর ২০২১ এর চ্যালেঞ্জ ‘ফুড ফর গুড’ কে মূল প্রতিপাদ্য বিষয় রেখে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস রাউন্ডের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। চলতি মাসের ১২ তারিখ এই কার্যক্রম শুরু হয়েছে।

এর মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের পছন্দমত মেম্বার নিয়ে সর্বোচ্চ ৩ থেকে ৪ জনের টিম গঠন করে হাল্ট প্রাইজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে সম্পূর্ন বিনামূল্যে রেজিষ্ট্রেশন করতে পারবে। প্রতিযোগীরা অন-ক্যাম্পাস রাউন্ডের ১ম দুই ধাপ অনলাইনে সম্পন্ন করবে এবং ফাইনাল রাউন্ড সার্বিক দিক বিবেচনা করে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে।

রেজিষ্ট্রেশন এবং ইভেন্ট কার্যক্রম সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের ক্যাম্পাস অ্যাম্বাসেডর সিব্বির আহমাদ জানান, ‘যেহেতু এবারই আমরা প্রথম হাল্ট প্রাইজ ক্যাম্পেইন আয়োজন করতে যাচ্ছি, কিছুটা প্রতিবন্ধকতা তো থেকেই যায়। তবে আশা করছি, সকল ক্লাবের সিনিয়র অর্গানাইজার এবং ক্যাম্পাসের জুনিয়র ভাইবোনদের সহযোগিতা ও অনুপ্রেরণায় একটি সফল প্রোগ্রাম আয়োজন করতে পারবো।’

Scroll to Top