জবি ছাত্র অধিকার পরিষদ থেকে তিথীকে স্থায়ী বহিষ্কার

ফারহান আহমেদ রাফি

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার তিথী সরকারকে সংগঠন থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

আজ (১২ নভেম্বর) জবি ছাত্র অধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘তিথি সরকারকে ২৩ অক্টোবর সাময়িক বহিস্কার করা হয় এবং ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।
গত ২৭ অক্টোবর নিখোঁজ হওয়া নিয়ে থানায় জিডি করে তিথির বোন (স্মৃতি সরকার)। বিষয়টি আইনের অধিনে থাকায় আমরা অপেক্ষায় ছিলাম। তবে আজ সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি যে প্রকৃতপক্ষে তিনি আত্মগোপন করেছিলেন।

ছাত্র অধিকার পরিষদের ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘যেহেতু তিনি নিখোঁজ না হওয়া সত্ত্বেও কারণ দর্শানো নোটিশের জবাব দেননি, সেহেতু তিথি সরকারকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা থেকে স্থায়ী বহিস্কার করা হলো।’

এর আগে , আজ( বৃহস্পতিবার) বিকালে ৩টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে তিথিকে আটক ও আত্মগোপনে থাকার বিষয়টি নিশ্চিত করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment