জমে উঠেছে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদের নির্বাচনী প্রচারণা

নোবিপ্রবি টুডেঃ আসন্ন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে পুরো ক্যাম্পাসে চলছে প্রচার প্রচারণা।

আওয়ামীপন্থী দুইটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আওয়ামীপন্থী প্যানেল দুইটি হলো নীল দল এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ।

নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নির্বাচনী প্রচারনা চালায়।

এসময় প্রার্থীরা ভোটারদের সামনে তাদের বিগত উন্নয়নের কথা তুলে ধরেন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আশ্বাস দেন।

জানতে চাইলে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, এত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন তারিখ ঘোষনা করায় স্বল্প সময়ে প্রচারণা করতে হচ্ছে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী শিক্ষকরা আমাদের সাথে আছেন। এছাড়া তিনি আরো বলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সমর্থন দেখতে পাচ্ছি বিজয় হবেই।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের নোবিপ্রবি প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান।



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *