রবিউল হাসান সাকীব, জলঢাকা নীলফামারীঃ মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে তৃৃতীয় দিনের মত জলঢাকা উপজেলা শহরে দেড় শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করে।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৫ টায় জলঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ইফতার বিতরণ করেন শ্রমজীবী মানুষদের মাঝে।
জলঢাকা উপজেলার ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি ও সাধারণ সম্পাদক আজম সরকারের নেতৃত্বে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন এ কর্মসূচি পালিত হয়।এসময় বিভিন্ন পেশার দেড় শতাধিক শ্রমজীবী মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার জানান,আমাদের মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের আজকে দ্বিতীয় দিনে জলঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে শ্রমজীবী মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি এবং মাসব্যাপী আমরা এভাবে পাশে থাকতে চাই এসব শ্রমজীবী মানুষদের।
এসময় উপজেলা ছাত্রলীগের সাকিব হোসেন প্রান্ত, শরিফুল, শুভ, শান্ত, দীপু, রিশাদ, স্বপন শাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।