জাতীয় জাদুঘরের নতুন সভাপতি হলেন ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকি

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের স্থলাভিষিক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আজ  (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে যোগ দেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের নবনিযুক্ত বোর্ড অব ট্রাস্টিজের সভাপতির মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে কর্ম জীবনে ১৯৮০ সালে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ ও ১৯৯৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ২০০৪ ও ২০০৫ সালে ওই সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন।

এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ অধ্যাপক ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Scroll to Top