জাতীয় বাজেটে জিডিপি ঘাটতি ৫ দশমিক ৮ শতাংশ

জাতীয় টুডেঃ গতকাল থেকে শুরু হওয়া ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশনে জানানো হয় আজ দুপুর ৩ টায় ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা সাড়ে ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে বলেন,বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি। বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি টাকা। বাজেটে ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।ঘাটতি ধরা হচ্ছে জিডিপি’র ৫ দশমিক ৮ শতাংশ। যা আগের যে কোনো বছরের তুলনায় সবচেয়ে বড় ঘাটতির বাজেট।

আগামী তিন সপ্তাহ বাজেটের উপর আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে প্রায় সাড়ে ৬৬ হাজার কোটি টাকা বা ১৩ দশমিক দুই চার শতাংশ বেশি। নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩ কোটি টাকা।

এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষমাত্রা ৩ লাখ ৩০ হাজার ৩ কোটি টাকা। কর বহির্ভুত অন্যান্য আয়ের লক্ষমাত্রা ধরা হচ্ছে ৪৮ হাজার কোটি টাকা। ঘাটতির পরিমাণ হতে পারে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা জাতীয় উৎপাদন- জিডিপির প্রায় ৬ শতাংশ।

আসছে বাজেটে পরিচালনসহ অন্যান্য ব্যয় ধরা হচ্ছে ৩ লাখ ৬২ হাজার ৮৫৫ কোটি টাকা। এর মধ্যে বেতন-ভাতা ব্যয় রাখা হচ্ছে ৬৫ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটের ওপর মাত্র ৫ দিন আলোচনা হবে। আর পুরো বাজেট পাসের প্রক্রিয়া ব্যয় হবে ১০ দিন। সেক্ষেত্রে সর্বোচ্চ ২০ ঘণ্টা বাজেট আলোচনা হতে পারে। গত বছর প্রায় ৬০ ঘণ্টা আলোচনা হয়েছিল। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত এই আলোচনা চলবে। আগামী ২৯ জুন অর্থবিল ও ৩০ জুন মূল বাজেট পাস হবে। মাত্র ১২ কার্যদিবসে আগামী ৯ জুলাই শেষ হতে পারে দেশের ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।

Scroll to Top