জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

জাতীয় টুডে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষায় সারাদেশে ১৫৭ টি কলেজের এক লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী মোট ১১৪ টি কেন্দ্রে ৩০ টি বিষয়ে অংশগ্রহণ করে। এরমধ্যে এক লাখ ৫ হাজার ৪৫৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৬.০৫ শতাংশ।
প্রকাশিত ফল বিকেল ৫টার পর যে কোন মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে NUMF Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে জানা যাবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) ও (www.nubd.info) থেকে ফলাফল জানা যাবে।

Scroll to Top