ডা. জাফরুল্লাহর সুস্থতা কামনায় কোরআন খতম

সুপর্না রহমান, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নিজ প্রতিষ্ঠান ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সম্প্রতি শারীরিক অবস্থার উন্নতি হলেও আশংকা মুক্ত নন তিনি। তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কিডনি জটিলতা থাকার ফলে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে হয়।

এছাড়াও তার স্ত্রী, পুত্র আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। এখন তারা ভালো আছেন, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এমন অবস্থা থেকে তিনি এবং তার পরিবার দ্রুত সুস্থতা লাভ করে সেকারণে দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।

রবিবার সকাল ১১ টায় সাভার গণস্বাস্থ্যের সূচনা ভবনের ২য় তলার হলরুমে এই মাহফিলের আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা, গণস্বাস্থ্য হাসপাতালের প্রধান কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ইনচার্জ, গণ বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক প্রমুখ।

এই বিষয়ে আইন বিভাগের শিক্ষক লিমন হোসেন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন তার পরিবারের সদস্যরাও করোনা পজিটিভ। এমন গুণী একজন মানুষের দ্রুত সুস্থ হয়ে উঠা খুবই প্রয়োজন, গোটা গণস্বাস্থ্য কেন্দ্রের জন্য, দেশের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী কে সুস্থ হয়ে উঠতে হবে। আমরা ব্যাক্তিগতভাবে তার সুস্থতার জন্য এই আয়োজন করছি যাতে তিনি ও তার পরিবার দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *