জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে অনলাইনেই

ক্যাম্পাস টুডে ডেস্কঃ সেশনজট কমানোর লক্ষ্যে অনলাইনেই একাডেমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, গত ২৭ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে অনলাইন পরীক্ষার নীতিমালা অনুমোদন করা হয়েছে। শুধু করোনাকালীন নয়, ভবিষ্যতের যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে শিক্ষাকার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই অনুমোদন করা হয়েছে এই অনলাইন পরীক্ষার নীতিমালা।

তিনটি ধাপে নেওয়া হবে অনলাইন পরীক্ষা। এর মধ্যে অ্যাসাইনমেন্ট, ওপেন বুক এক্সাম ও ভাইভা। অ্যাসাইনমেন্টে ১০ নম্বর, ওপেন বুক এক্সামে ১০ নম্বর এবং ভাইভায় ৩০ নম্বরে রাখা হয়েছে। এই ৫০ নম্বরকে আবার ৭০ নম্বরে রূপান্তর করা হবে। পাশাপাশি ক্লাস অনুশীলন পরীক্ষার ২০ নম্বর এবং ক্লাসে উপস্থিতির ১০ নম্বর এই ১০০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment