টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকালো আফগানিস্তান

খেলাধুলা টুডে : একে তো দেশে মহামারি তার উপর কাটা গায়ে নুনের ছিটা দিল আফগানরা। দেশ এখন বিপদে সেই সাথে নতুন করে যোগ হলো দেশের ক্রিকেটও।নতুন টেস্ট র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান ৯ নম্বরে এবং র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে এখন টাইগাররা। এমনকী ২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানও তাদের পিছনে ফেলে দিল।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। ২০ বছর ধরে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫৫। সেখানে মাত্র চারটি টেস্ট খেলেই দুটিতে জিতে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৫৭। শুক্রবার প্রকাশিত ICC টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে রয়েছে ১০ নম্বরে, সেখানে নয় নম্বরে রয়েছে আফগানরা।

টেস্টে দশ নম্বরে থাকলেও একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের ওপরেই আছে বাংলাদেশ। ওয়ান ডে-তে সাত নম্বরে রয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে টাইগারর আছে আট নম্বরে। সেখানেও র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের ওপরেই রয়েছে বাংলাদেশ।

Scroll to Top