ট্রাকচাপায় প্রাণ হারালেন চবির সাবেক ছাত্র

চবি প্রতিনিধি

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড়ে ট্রাক-মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. ইমরুল কাদের (৩৮)।তিনি চবির ফাইন্যান্স বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

গত সোমবার (১৪ জুন) সন্ধা ৭ টার দিকে সংঘর্ষে তার মৃত্যু হয়।

জানা যায়, ইমরুল কাদের মিরসরাই উপজেলার আলমগীর চৌধুরীর ছেলে। তিনি চবি’র ২০০২-৩ সেশনের (৩৮ তম) ব্যাচের ফাইন্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি কেনপার্ক প্রতিষ্ঠানের সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।এছাড়াও চবি’র বগি ভিত্তিক প্রগতিশীল সংগঠন ‘একাকার’র প্রতিষ্ঠাতা সদস্য এবং চবি ছাত্রলীগের সাবেক কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চবি ফাইন্যান্স বিভাগের প্রাক্তন ছাত্র এবং সাবেক ছাত্রলীগ নেতা কাজী মো. তানজিম হোসাইন বলেন, ‘সোমবার সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় তিনি মারাত্মক ভাবে আহত হন। পরে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ মিরসরাইতে নেওয়া হচ্ছে। আগামীকাল তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘ইমরুল কাদের ভাই জামায়াত -বিএনপি আমলের পরীক্ষিত একজন ছাত্রলীগের কর্মী ছিলেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন একাকার পরিবারের প্রতিষ্ঠাতা সদস্য। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment