টিসিটি ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের আবদুল্লাহ ফাইয়াজ মারা গেছেন ।
রোববার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা যান। তিনি ডায়রিয়াজনিত রোগে ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
মৃত ফাইয়াজের বাবা আখতারুল হক মুঠোফোনে বলেন, কিছুদিন যাবৎ ডায়রিয়া জনিত রোগে ভূগছিল আমার ছেলে।
গতকাল (সোমবার) দিবাগত রাত ৩টার দিকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হয় এবং ল্যাব এইড হাসপাতালে ভর্তি করানো হয়। এর প্রায় আধ ঘন্টা পরেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ফাইয়াজ বাকৃবির বঙ্গবন্ধু শেখ মুজিব হলের আবাসিক ছাত্র ছিলেন।
উল্লেখ্য এর আগে মাকে বাঁচাতে গিয়ে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিথুন মারা যান বিদ্যুৎস্পৃষ্টে। মানিকগঞ্জে রোববার সকাল ১০ টায় বোনের বাসায় তিনি মারা যান।এদিকে একই দিন রাতে মারা যান একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ ফাইয়াজ। এঘটনায় তার সহপাঠী শিক্ষক বড় ভাইদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।