ডুয়েটের নতুন ভিসি অধ্যাপক হাবিবুর রহমান

ডুয়েটের নতুন ভিসি অধ্যাপক হাবিবুর রহমান

আল-নাহিয়ান, ডুয়েট প্রতিনিধি


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলবিদ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে বুয়েটের পুরকৌশল বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর আইন, ২০০৩ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক হাবিবুর রহমানকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ভিসি নিয়োগ করা হয়।

চলতি বছরের গত ২৮ আগস্ট ডুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্যতার সৃষ্টি হয়। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. আসাদুজ্জামান চৌধুরীকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *