ডেইলি ক্যাম্পাস আলোচিত ৫ সংবাদ / ১০ ফেব্রুয়ারি ২০২৫
সরকারি পলিটেকনিকে আবারও ভর্তি পরীক্ষা। কলেজ শিক্ষকরা রাজনীতি করলে গভর্নিং বডি ভেঙে দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন থেকে কয়েকজন আটক। জবিতে আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু। গবেষণায় ফেলোশিপ দিচ্ছে আইসিটি বিভাগ, আবেদনের সময় বাড়াল।
১. সরকারি পলিটেকনিকে আবারও ভর্তি পরীক্ষা: সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ফের ভর্তি পরীক্ষা পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। ২০১৬ সালে জিপিএ অনুযায়ী শিক্ষার্থী ভর্তির নিয়ম চালু করা হয়েছিল, যা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়েছে। কারিগরি শিক্ষার মানোন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
২. কলেজ শিক্ষকরা রাজনীতি করলে গভর্নিং বডি ভেঙে দেওয়া হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকরা রাজনীতিতে জড়ালে তাদের গভর্নিং বডি ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ মনিটরিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে এবং আগামী এপ্রিল মাসে অধ্যক্ষ সম্মেলনের মাধ্যমে রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিতে নতুন বার্তা দেওয়া হবে।
৩. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন থেকে কয়েকজন আটক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিলের প্রতিবাদে আন্দোলন করা শিক্ষকদের কয়েকজনকে আটক করেছে পুলিশ। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছিলেন শিক্ষকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
৪. জবিতে আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তম (ছাত্র) ও প্রথম (ছাত্রী) আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন, মাঠটি তাদের আইনগত অধিকারে নেওয়ার চেষ্টা করছেন এবং বর্ষায় মাঠে ঘাস লাগিয়ে আরও সুন্দর করবেন।
৫. গবেষণায় ফেলোশিপ দিচ্ছে আইসিটি বিভাগ, আবেদনের সময় বাড়াল: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে গবেষণায় ফেলোশিপ/বৃত্তি প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আবেদনের সময় আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থী, গবেষক এবং প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করতে পারবে।