ঢাকায় পাসপোর্ট করতে এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

ঢাকায় পাসপোর্ট করতে এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

ক্যাম্পাস টুডে ডেস্ক


রাজধানীর হাতিরঝিল লেক থেকে উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া গেছে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র আজিজুল ইসলাম মেহেদী (২৪) । তাকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে, সে চট্টগ্রাম থেকে ঢাকায় পাসপোর্ট করতে এসে দালালদের খপ্পরে পরে খুন হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আজিজুল ইসলাম মেহেদীর মরদেহ শনাক্ত করতে এসে তার পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়। এর আগে সোমবার (১২ অক্টোবর) হাতিরঝিলের রামপুরা অংশের লেক থেকে আজিজুল ইসলাম মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদীর পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম থেকে পাসপোর্ট করার কথা বলে ঢাকায় আসে। পরে তার বন্ধুর বাসায় বনশ্রীতে সে উঠে। রোববার ভোরে বাসা থেকে বের হয় মেহেদী। এরপর থেকেই তারা কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছিল। সর্বশেষ সোমবার সকাল ৬টার দিকে পুলিশ তাদের জানায় মেহেদীর মরদেহ উদ্ধারের বিষয়ে। পরে মঙ্গলবার তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।

মেহেদীর খালাতো ভাই মো.শাকিল বলেন, মেহেদী লেখাপড়ার পাশাপাশি পরিচিতদের পাসপোর্টের কাজ করে দিত বলে জানতাম। পরিচিত কারো পাসপোর্টের কোনো সমস্যা থাকলে সে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ঠিক করতো। এখন কে বা কারা তাকে এভাবে হত্যা করেছে তা বলতে পারি না।

তিনি আরও বলেন, আমরা ঢামেক হাসপাতাল সূত্রে জানতে পেরেছি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আমাদের ধারণা সে পাসপোর্ট করানোর জন্য এসে দালালদের খপ্পরে পড়েছে। আর এর কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা এ বিষয়ে হাতিরঝিল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। আশাকরি দ্রুত এর রহস্য উদঘাটন করতে পারব।

আজিজুল ইসলাম মেহেদী চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামের ফখরুল ইসলামের একমাত্র ছেলে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment