ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক চাকরিচ্যুত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক চাকরিচ্যুত

ক্যাম্পাস টুডে ডেস্ক


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন শিক্ষক শিক্ষা ছুটি শেষ করে চাকরিতে যোগদান না করায় তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- পরিসংখ্যান বিভাগের রাদিয়া তাইসির, সমাজ বিজ্ঞান বিভাগের আজমেরী ফেরদৌস, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের মো. মহসীন ও ইয়াসমিন আকতার এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের মো. কামরুল ইসলাম।

এদিকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আজমেরি ফেরদৌস স্বেচ্ছায় পদত্যাগের আবেদন করেন। চাকরিচ্যুত বাকি শিক্ষকরা শিক্ষা ছুটি শেষ হলেও কাজে যোগদান করেনি। চাকরিচ্যুত শিক্ষকদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে বলা হয়েছে।

একই অভিযোগে ২০১৯ সালের নভেম্বর মাসে সেপ্টেম্বর মাসে ২ জন ও পাঁচজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *