ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর পর ককটেল বিষ্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর পর ককটেল ‘বিষ্ফোরণ’

ক্যাম্পাস টুডে ডেস্ক


রবিবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে ঢাবির মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ রইচ উদ্দিন। তিনি জানান, “সকালে মধুর ক্যান্টিনের সামনে পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।”

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকালে হঠাৎ করে মধুর ক্যান্টিন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর কিছুক্ষণ থেকে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। এভাবে পরপর ককটেল বিস্ফোরণ হয়েছে।

গত বৃহস্পতিবার ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার বাইরে ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পুরোনো গেটের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের গেটের বাইরে একটি ককটেল পড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *