ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক ভবনে ইয়াবা-মদসহ ৩ জন আটক

ক্যাম্পাস টুডে ডেস্ক


ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি আবাসিক ভবন থেকে ইয়াবা-মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর ছেলে, বাকি দুই জন বহিরাগত। আটককৃতরা হলেন- নাহিদ বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর ছেলে। বহিরাগত সৌরভ ও নিসা ।

শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের ৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, অভিযানে তাদের থেকে ৩২টি ইয়াবা, দুই বোতল মদ, ৫টি মোবাইল, কয়েকটি সিম উদ্ধার করা হয়। এরমধ্যে নাহিদ বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর ছেলে। এছাড়া বহিরাগত সৌরভ ও নিসা ইয়াবার ডিলার বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, “প্রক্টরিয়াল টিমের সদস্যারা আমাকে অবহিত করেছে। এ ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছি।”

Scroll to Top