ক্যাম্পাস টুডে ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে ক্লাস করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি নির্দেশনা ৭ কলেজের অধ্যক্ষ বরাবর পাঠানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের কমপক্ষে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি থাকতে হবে। যে সকল শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০-৭৪ শতাংশের মধ্যে আছে, তারা ‘নন কলেজিয়েট’ শিক্ষার্থী হিসাবে গণ্য হবে এবং ‘নন কলেজিয়েট’ ফি প্রদান করতে হবে। যে সকল শিক্ষার্থী ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের কম তারা ‘ডিস কলেজিয়েট’ শিক্ষার্থী হিসাবে গণ্য হবে। ‘ডিস কলেজিয়েট’ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
আরও বলা হয়, কলেজের বিভাগ কর্তৃক ভেরিফাই করার সময় পরীক্ষার্থীর উপস্থিতির শতকরা হিসাব উল্লেখ করতে হবে এবং উপস্থিতি পত্রের হার্ডকপি স্ব স্ব বিভাগে সংরক্ষণ করতে হবে। আর নন কলেজিয়েট ফি ১৫০০ টাকা দিতে হবে। এ ফি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।