ঢাবির নতুন ট্রেজারার মমতাজ উদ্দীন আহমেদ

ডেস্ক রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ।

আজ (২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী চার বছর পদটিতে দায়িত্ব পালন করবেন অধ্যাপক মমতাজ উদ্দীন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের মেয়াদ পূর্ণ হয় গত ১১ জুলাই। এরপর থেকেই শূন্য ছিল বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রম সম্পাদনের গুরুত্বপূর্ণ এ পদটি।

Scroll to Top