ঢাবির নিখোঁজ পথশিশু জিনিয়াকে উদ্ধার করেছে পুলিশ

ক্যাম্পাস টুডে ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফুল বিক্রি করা নিখোঁজ পথশিশু জিনিয়াকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।

সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আজিমুল হক।

জানা যায়, ১ সেপ্টেম্বর রাত থেকে জিনিয়াকে পাওয়া যাচ্ছিল না। ওইদিন দুই তরুণীকে সর্বশেষ কথা বলতে দেখা যায় জিনিয়ার সাথে। টিএসসির পাশের একটি দোকানে তিনজন মিলে চটপটিও খায়। এরপর থেকেই নিখোঁজ জিনিয়া। পরে শাহবাগ থানায় মামলা করেছেন জিনিয়ার মা। তাছাড়া জিনিয়াকে খুঁজে বের করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন।

পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন দুই তরুণীকে শনাক্ত করা হয়েছে। কয়েক বছর আগে জিনিয়ার বড় বোনও নিখোঁজ হয়েছিলো। দেড় বছর পর খোঁজ মিলেছিলো তার। বাবা হারানো তিন মেয়েকে নিয়ে ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন জিনিয়ার মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *