ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবির বাজেট আকাশচুম্বী বাড়লেও ক্রমান্বয়ে কমছে গবেষণা খাতে বরাদ্দ

সানজিদ আরা সরকার বিথী
ঢাবি প্রতিনিধি

 


গত বছরের তুলনায় এবারের বাজেটের পরিমাণ ৭ দশমিক ৩০ শতাংশ বাড়লেও দুঃখজনকভাবে কমেছে গবেষণা খাতের বরাদ্দ।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত ৮৬৯ কোটি ৫৬ লাখ বাজেটে গবেষণাখাতে মোট বরাদ্দ করা হয়েছে ৪০ কোটি ৯১ লাখ টাকা, যা মোট বাজেটের মাত্র ৪ দশমিক ৭ শতাংশ৷

২০১৯-২০ অর্থবছরে ৮১০ কোটি ৪২ লাখ বাজেটে গবেষণায় বরাদ্দ ছিল ৪০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা, যা বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ;যার পুরোটা ব্যয় ও করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৮-১৯ অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ ছিল বাজেটের ৬ দশমিক ৬৬ শতাংশ৷

গবেষণাখাতের বাজেট থেকে কয়েকটি অনুষদের গবেষণার সরঞ্জাম কেনা এবং কয়েকটি অনুষদ-বিভাগের ল্যাবরেটরি যন্ত্রপাতি কেনা ও ল্যাব স্থাপনে ১৩ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে৷

এছাড়া গবেষণা মঞ্জুরী হিসেবে রয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের ৫৬টি গবেষণাকেন্দ্রের জন্য ৭ কোটি ৫০ লাখ টাকা, গবেষণা প্রকল্পে বিশেষ অনুদান হিসেবে ২ কোটি টাকা এবং শিক্ষকদের গবেষণা ভাতা হিসেবে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি টাকা৷

গত বছর গবেষণা খাতে ৪০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ হলেও সংশোধিত বাজেটে গবেষণাখাতে মোট ব্যয় দেখানো হয়েছে ৩৭ কোটি ৭২ লাখ ৮৭ হাজার টাকা৷

তবে এবছর শিক্ষকদের গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক প্রকাশনা বা জার্নালে প্রকাশ করতে সহায়তার জন্য একটি নতুন খাত সৃষ্টি করে সংশোধিত বাজেটে ২০ লাখ এবং আগামী প্রস্তাবিত বাজেটে ১ কোটি টাকা রাখা হয়েছে।

শিক্ষার্থীরা যাতে দেশে-বিদেশে শিক্ষা বিনিময় করতে পারে সে লক্ষ্যে শিক্ষার্থীদের শিক্ষা বিনিময় খাত সৃষ্টি করে সংশোধিত বাজেট ৫০ লাখ এবং আগামী অর্থ বছরের জন্য ১ কোটি টাকা বরাদ্দ রাখা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *