ঢাবির সাবেক শিক্ষক রইস উদ্দিন মারা গেছেন

ঢাবি প্রতিনিধি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের খ্যাতিমান সাবেক শিক্ষক ড. রইস উদ্দিন আহমেদ বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গতকাল বুধবার (২২ জুলাই) বিকেলে নরসিংদী জেলার বেলাবো থানার নিজ বাড়িতে মরহুমের তাকে দাফন করা হয়েছে।

তিনি দীর্ঘদিন অস্ট্রেলিয়ার প্রবাস জীবন কাটিয়েছেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতার ক্যারিয়ারে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন গবেষণা কাজে নিযুক্ত ছিলেন এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আরেফিন সিদ্দিক।

Scroll to Top