ঢাবি অনলাইন ক্লাস: কারো পৌষ মাস, কারো সবর্নাশ

সানজিদ আরা সরকার বিথী
ঢাবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রায় সকল বিভাগের বেশ জোরেশোরে শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস।একাংশ শিক্ষার্থী প্রযুক্তিকে আশীর্বাদ হিসেবে গ্রহন করলেও অধিকাংশ শিক্ষার্থী বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে।

এ বিষয়ে দ্য ক্যাম্পাস টুডেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন অনলাইন ক্লাস নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি।

পূরবী দাশ, দ্য ক্যাম্পাস টুডেকে জানিয়েছেন অনলাইন ক্লাস নিয়ে বলেন-‘করোনায় হুমকিতে যখন গোটা দেশের শিক্ষাব্যবস্থা কোণঠাসা তখন অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদানের সুযোগ আমাদের মধ্যে পৌছানোর প্রচেষ্টা প্রশংসার দাবিদার।কিন্তু গ্রামাঞ্চলে ইন্টারনেট নেটওয়ার্ক এর শোচনীয় অবস্থা এবং প্রক্রিয়া ব্যয়বহুল হওয়ায় আজ অবদি একটি ক্লাস করা আমার পক্ষে সম্ভব হয় নি।ঢাবি প্রশাসনের কাছে আমার জোরদার দাবি আমাদের মধ্যে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের কে সাহায্য করা এবং ফ্রি অ্যাপ কিংবা ফ্রি ওয়েবসাইট এর মাধ্যমে সকল তথ্য এবং বিষয়ভিত্তিক ক্লাস গুলোর ভিডিও কিংবা অডিও ক্লিপ, পোডকাস্ট এবং ডাউনলোডেবল ফাইল সহজ উপায়ে শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌছে দেয়া।’

সাদিয়া আফরিন মিম, দ্য ক্যাম্পাস টুডেকে জানিয়েছেন অনলাইন ক্লাস নিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি- ‘করোনা মহামারীতে বিশ্ব কেঁপে উঠলেও আমাদের শিক্ষা ব্যবস্থা কেঁপে উঠতে পারেনি।অনলাইন ক্লাস নিয়ে শিক্ষা ব্যবস্থা চলমান রাখা খুবই সুন্দর একটি সিদ্ধান্ত বলে আমি মনে করি।কিন্তু এর পরিনতি কি ভয়ানক হতে পারেনা!যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ শিক্ষার্থীই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে সেহেতু এই মহামারীতে সেইসব মধ্যবিত্ত পরিবারের আর্থিক সংকটপূর্ণ অবস্থায় অনলাইন ক্লাস এক ধরনের বিলাসিতা বলে আমার মনে হয়।আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি,আর্থিক অনটনে ভোগা শিক্ষার্থীদের মোবাইল ফোন,এমবি খরচ আগে নিশ্চিত করুন তারপর না হয় অনলাইন ক্লাস নিয়ে ভাবা যাবে।কিন্তু অনলাইন ক্লাস তো সিংহভাগ শিক্ষার্থী ছাড়াই শুরু হয়ে গেছে।’

আসমা খানম, দ্য ক্যাম্পাস টুডেকে জানিয়েছেন অনলাইন ক্লাস নিয়ে তার চলমান অভিজ্ঞতা-‘ অনলাইন ক্লাস আমার ভালো লাগে বেশ।আগে সকাল হলেই ক্লাসের জন্য দৌড়াতে হত;এখন সময় অনেক সাশ্রয় হচ্ছে।আমার মনে হয় প্রযুক্তি আমরা ঠিকঠাক মত ব্যবহার করতে পারিনা।এই ডিজিটাল যুগে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আমাদের করা উচিত।তবে একটি বিষয় বাড়িতে নেটওয়ার্কের সমস্যা হয়।আর এমবি ও বেশ কস্টলি।ঢাবি প্রশাসন আশ্বাস দিয়েছিল এমবির ব্যাপারে কথা চলছে।দেখা যাক কি হয়!’

নাহিদ হাসান, দ্য ক্যাম্পাস টুডেকে জানিয়েছেন অনলাইন ক্লাস তার জন্য কতটুকু আশীর্বাদ- ‘অনলাইন ক্লাস চলছে,করছি। কারন করতে হবে।আর কোনো অপশন নেই। প্রথমত আসি অ্যাপের প্রসঙ্গে।ক্লাসগুলো যেহেতু জুম অ্যাপে হয় অনেক বেশি এমবি খরচ হয় এই অ্যাপে ।জানিনা স্যারেরা আমাদের সমস্যা বুঝতেছে কিনা। জানি যে সেমিস্টার ড্রপ হলে ক্ষতি হবে। কিন্তু প্রতিদিন নেটওয়ার্কের জন্য বাইরে গিয়ে ক্লাস করাও কম ভোগান্তির নয়।তাছাড়া টানা ক্লাসে কতক্ষণই বা চার্জ থাকে।প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে অনলাইন ক্লাসের জন্য এমবির রেট কমানোর জন্য দ্রুতই কোনো ব্যবস্থা নেয়।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment